খুব সম্প্রতি মার্কেটিং এ নতুন একটি পার্ট যুক্ত হয়েছে।মার্কেটিং এটি নতুন বললে ভূল হবে তবে এই মেথড এর ব্যবহার খুব সম্প্রতি সার্ভিস বা প্রডাক্ট প্রমোশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।গুগলের কাছেও এর গুরুত্ব অপরিসীম।সার্চ ইঞ্জিন স্ট্রেটেজি নিয়ে যারা কাজ করেন তাদের কাছে এটি প্রোমোশনের একটি অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
বর্তমানে গুগল এ্যালগরিথম এ যে কয়টি মেথড ভালো কাজ করছে তার মধ্যে এটি অন্যতম শীর্ষে আছে।এ ছাড়া ফোরাম পোস্টিং,সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গেস্ট পোস্টিং ও ভালো ফল দিচ্ছে। [Continue reading]